_// সজীম শাইন,
নেয়ামতে কৃতজ্ঞ থাকা উত্তম গুণ
মানুষের মর্যাদা বৃদ্ধি করে,
অধিক অনুগ্রহ অর্জনে তাই
আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরে।
প্রতিটি নেয়ামতের শুকরিয়া আদায়
সর্বাবস্থায় শোকরগুজার ধর্মের শিক্ষা,
কৃতজ্ঞ থাকা সম্পদে ও দরিদ্রতায়,
ইবাদতে ব্যয় করার দীক্ষা।
দুনিয়ার জীবনে ভোগসামগ্রী যত
মানুষের জন্য সুশোভিত ভালোবাসা,
নেয়ামতে মুসলিম-অমুসলিম সমান,
পার্থিব জীবনে অফুরন্ত আশা।
ডুবে আছি আল্লাহর অশেষ নেয়ামতে
যে-সব আমাদের কষ্টার্জিত নয়,
সারাজীবন সেজদায় থাকলেও
হয়তো কিছুটা হক আদায় হয় !
সভাপতিঃ দুর্গাপুর সাংবাদিক সমিতি, নেত্রকোনা।
নেয়ামত (০৯/০৪/২২)_______// সজীম শাইন,নেয়ামতে কৃতজ্ঞ থাকা উত্তম গুণ মানুষের মর্যাদা বৃদ্ধি করে, অধিক অনুগ্রহ অর্জনে তাইআল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরে। প্রতিটি নেয়ামতের শুকরিয়া আদায় সর্বাবস্থায় শোকরগুজার ধর্মের শিক্ষা, কৃতজ্ঞ থাকা সম্পদে ও দরিদ্রতায়,ইবাদতে ব্যয় করার দীক্ষা। দুনিয়ার জীবনে ভোগসামগ্রী যতমানুষের জন্য সুশোভিত ভালোবাসা, নেয়ামতে মুসলিম-অমুসলিম সমান,পার্থিব জীবনে অফুরন্ত আশা।ডুবে আছি আল্লাহর অশেষ নেয়ামতেযে-সব আমাদের কষ্টার্জিত নয়,সারাজীবন সেজদায় থাকলেওহয়তো কিছুটা হক আদায় হয় !___________________________সভাপতিঃ দুর্গাপুর সাংবাদিক সমিতি, নেত্রকোনা।